মো:আল আমিন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৮ মে) সকালে কর্শাকড়িয়াল ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিনের তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। ইউনিয়নের ৪ হাজার ৩১৭টি পরিবারকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন বলেন, “ঈদকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে প্রাপ্ত এই চাল আমরা শতভাগ সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে বিতরণ করেছি। আমি নিজে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেছি যাতে কোনো অনিয়ম না ঘটে এবং প্রতিটি উপকারভোগী তাদের প্রাপ্য নিশ্চিতভাবে পান।”
চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী ও বিপুলসংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ চত্বরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।চাল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন উপকারভোগীরা। এক প্রবীণ নারী বলেন, “আমার বয়সে এত ভালো চেয়ারম্যান দেখিনি। এমন মানবিক মনোভাব আর গরিবদের প্রতি যত্ন খুব কম দেখা যায়। আমরা সবাই খুব খুশি।”
এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে চাল গ্রহণ করেন উপকারভোগীরা। ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সুষ্ঠু ব্যবস্থাপনায় কোথাও বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে প্রতি ঈদেই এমন ভিজিএফ চাল বিতরণ করা হয়ে থাকে। এতে করে দরিদ্র জনগোষ্ঠী ঈদের আগে কিছুটা স্বস্তি পায় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়।