আশুলিয়া প্রতিনিধি: শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার রুপায়ণ মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৮ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার জামগড়ার রূপায়ণ মাঠ এলাকার একটি পরিত্যাক্ত স্থান থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র গুলো হলো- দুই রাউন্ড গুলি, একটি দেশীয় পিস্তল, ৫ টি হাতবোমা ও ২টি দেশিও রামদা। এসব অস্ত্র একটি স্কুল ব্যাগে করে রাখা হয়েছিল।পুলিশ জানায়, দুপুরে বেলাল হোসেন নামের এক ব্যাক্তি ওই বাউন্ডারির ভিতরে গৃহপালিত পশুকে খাওয়ানোর জন্য ঘাস কাটতে যান। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি স্কুল ব্যাগ দেখতে পান তিনি। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে আশুলিয়া থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল-হোসাইন বলেন, আশুলিয়ার রুপায়ন মাঠে বিল্লাল নামের এক ব্যাক্তি বাউন্ডারির ভিতরে পরিত্যাক্ত একটি ব্যাগ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে ব্যাগটি থেকে ২ রাউন্ড গুলি, একটি দেশি পিস্তল, ২টি দেশিয় অস্ত্র রামদা ও ৫টি দেশীয় হাত বোমা উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭