ঢাকাশুক্রবার , ২ মে ২০২৫
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় মে দিবসে শ্রমিক সংগঠনগুলোর ব্যানারে পথে পথে র‍্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত


মে ২, ২০২৫ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি:   শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন সংগঠনের ব্যানারে পথে পথে র‍্যালি, মানববন্ধন ও সমাবেশ করেছেন শ্রমিকরা।বৃহস্পতিবার (১ পহেলা মে) সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের জামগড়া ফ্যান্টাসি কিংডসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে মিছিল ও শোভাযাত্রা করতে দেখা যায়। এদিকে যেকোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে মহাসড়ক গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।

জামগড়া চৌরাস্তার মালিহা সিএনজির পাম্পের সামনে থেকে বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা শামীম খানের নেতৃত্বে লাল পতাকা হাতে সকাল সাড়ে ৯ টায় র‍্যালি বের করে ছয়তলা মহাসড়ক পদক্ষীণ করে এসে ফ্যান্টাসি কিংডমের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ করে।

এরপর সকাল ১১ টার দিকে সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা বাংলাদেশের জাতীয় পতাকা ও লাল পতাকা হাতে নিয়ে টঙ্গী-আশুলিয়া সড়কের আশুলিয়ার জামগড়া এলাকায় র‍্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফ্যান্টাসি কিংডমের সামনে এসে শেষ হয়। এছাড়াও আশুলিয়া বিভিন্ন সড়কে ২০টির বেশি শ্রমিক সংগঠন মে দিবস পালন করেন। অন্যদিকে স্বদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইব্রাহিমের নেতৃত্বে লাল পতাকা হাতে একটি র‍্যালি ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে বের হয়ে জামগড়া চৌরাস্তা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যের মাধ্যমে শেষ করেন।

এসময় সমাবেশ থেকে বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতারা, সরকার ঘোষিত নতুন মজুরী বাস্তবায়ন করা, রেশনিং ব্যাবস্থা চালু করা, নারী শ্রমিকদের জন্য ৫ মাসের মাতৃত্বকালিন ছুঁটির আইন পাশ করা, নারী ও শিশুদের নিরাপত্তা শিক্ষা ব্যাবস্থা করা, শ্রম আদালতের মামলা ১৫৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা, শ্রমিক ছাঁটাই ও শ্রমিকদের ওপর নানা নির্যাতন বন্ধ ও তাদের অধিকার আদায়ের জোর দাবি জানান।

সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: আলমগীর শেখ লালন বলেন, আজ মহান মে দিবসে আমাদের দাবি মালিক-শ্রমিকের মধ্যে যে বৈষম্য আর সেই বৈষম্য থেকে শ্রমিকদের মুক্ত করতে চাই। এমন অবস্থায় অবিলম্বে শ্রমিকদের সকল দাবী মেনে না নিলে অচিরেই কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন এই শ্রমিক নেতা।

বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা শামীম খান বলেন,আজ সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। তাই মহনা মে দিবস পালন করা হয়। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। মহান মে দিবস পৃথিবীর দেশে দেশে শ্রমিক শ্রেণির আন্তর্জাতিকভাবে সংহতি ও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রকাশের দিন। মহান মে দিবস পৃথিবীর সব শ্রমজীবী মানুষের এক অমর প্রেরণার উৎস। এই সমাবেশ থেকে আমরা তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন,সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন ঠান্ডু,স্বদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইব্রাহিম সহ বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।