ভোরের খবর ডেস্ক: দেশের পাঁচ জেলায় তীব্র বজ্রপাত সংঘটিত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমতাবস্থায়, ঘরের বাইরে শিলা কুড়াতে না যাওয়ার জন্য সতর্ক করেছে সংস্থাটি।রোববার (১১ মে) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।পূর্বাভাসে বলা হয়, আজ দুপুর ৩টা ৪০মিনিটের বজ্রপাতের পর্যবেক্ষণ ব্যবস্থার তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নরসিংদী ও ময়মনসিংহ জেলার কিছু জায়গায় তীব্র বজ্রপাত সংঘটিত হচ্ছে।বজ্র ঝড়ের সময় কোথাও কোথাও অস্থায়ীভাবে শিলাবৃষ্টি হতে পারে। এমতাবস্থায়, দয়া করে ঘরের বাইরে শিলা কুড়াতে যাবেন না।
এর আগে দেশের তিন জেলায় ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।রোববার বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।পূর্বাভাসে বলা হয়, আজ দুপুর ৩টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহী জেলার কিছু স্থানে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।