ঢাকাবুধবার , ২৩ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

সখীপুরে ছাগল কান্ডে জনপ্রতিনিধির মা’থা ফা’টালেন গাছওয়ালা


এপ্রিল ২৩, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রফিকুল ইসলাম (টাঙ্গাইল) প্রতিনিধি:   টাঙ্গাইলের সখীপুরে ছাগলে প্রতিবেশীর আম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে গাছ ওয়ালা সখিনা বেগমের লাঠির আাঘাতে মাথা ফাটল এক জনপ্রতিনিধির। ২৩ এপ্রিল বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দক্ষিণ দেওবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ওই ইউনিয়নের ৪.৫.৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য আলেয়া বেগমকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৭টি সেলাই দেয়া হয়েছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত হামলাকারী স্বামী পরিত্যক্তা সখিনা বেগম ( ৩৪) ওই গ্রামের নেহাজ আলীর মেয়ে। হামলাকারীর নামে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওই ইউপি সদস্য।

জানা য়ায়, সকাল ৯ টার দিকে ইউপি সদস্য আলেয়ার বোন আকলিমার ছাগল প্রতিবশী সখিনার বাড়িতে ঢুকে আম গাছের কয়টি পাতা খেয়ে ফেললে সখিনা আকলিমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। এ সময় ইউপি সদস্য আলেয়া এগিয়ে গিয়ে গালাগালি বন্ধ করতে বললে সখিনার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আলেয়ার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।