ঢাকামঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

শেখ হাসিনাকে ফেরত আনতে চূড়ান্ত কোনো আলাপ হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা


এপ্রিল ৮, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ব্যাংককে মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে কোনো চূড়ান্ত আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, (শেখ হাসিনার) বিষয়টি উত্থাপিত হয়েছে। কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি।মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, (শেখ হাসিনার) বিষয়টি উত্থাপিত হয়েছে। কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি। এটুকুই বলব।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি। আমরা তাদের (ভারতের) কাছে চেয়েছি যে (হাসিনাকে) ফেরত দেওয়া হোক তাকে বিচারের সম্মুখীন করার জন্য ।

তিনি বলেন, নরেন্দ্র মোদি খুব স্পষ্টভাবে বলেছেন যে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দেশের সঙ্গে মানুষের সঙ্গে, এটা কোনো দলের সঙ্গে নয়। এটা উনি স্পষ্ট করেছেন। আমি এটাকে একটা পজিটিভ বিষয় হিসেবেই দেখতে চাই।

তিনি আরও বলেন, তিস্তা প্রকল্পে বাংলাদেশ এখনও ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। ভারত বা চীন—যাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাবে, তাদের সঙ্গেই পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করতে প্রস্তুত।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।