ঢাকাবৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে ফোনে মন্ত্রিপরিষদ সচিবকে হুমকি


এপ্রিল ২৪, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীনকে শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকিদাতা তার ছেলেকে অপহরণের হুমকিও দেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. নাজিমুল হায়দার।

শাহবাগ থানায় করা জিডিতে উল্লেখ করা হয়, ২৪ এপ্রিল সকাল ১০টায় ০১৭৮৪৯১৬৫০৪ নম্বর থেকে গাজীপুরের জনৈক হাছান সরকারের ছেলে পরিচয়ে জাহেদা পারভীনের ব্যক্তিগত মোবাইল নম্বরে কল করে একজনকে ফোন ধরিয়ে দেওয়া হয়। তখন শীর্ষ সন্ত্রাসী আরমান আলী পরিচয়ে তিনি জাহেদার কাছে টাকা দাবি করে এবং হুমকি দিয়ে বলে, ‘অন্যের ছেলেকে সাহায্য করলে নিজের ছেলে বাঁচবে, না হয় আপনার ছেলেকে অপহরণ করা হবে।’ফোনে হুমকির পাওয়ার বিষয়টি অত্যন্ত ভীতিকর ও উদ্বেগজনক জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন জাহেদা।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। যে নামেই হুমকি দেওয়া হোক না কেন, আসলে কে এই হুমকি দিয়েছে, তা বের করার চেষ্টা করছি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।