ঢাকামঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসী মারুফের সৌখিন পেঁপে ক্ষেত তাক লাগাচ্ছে সবাইকে


এপ্রিল ১৫, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি:   সৌখিনতা থেকেই শুরু, এখন তা রীতিমতো উদাহরণ। দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে দেশে ফিরে লক্ষ্মীপুর জেলাধীন রায়পুর উপজেলার তিন নং চর মোহনায় ১নং ওয়ার্ডে নিজ গ্রামে গড়ে তুলেছেন এক দৃষ্টিনন্দন পেঁপে ক্ষেত, যার উদ্যোক্তা প্রবাসী মারুফ হোসেন।গ্রামের এক চাষাবাদ-অভিজ্ঞহীন তরুণ কীভাবে সৌখিনতা থেকে বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় কৃষি খাতে যুক্ত হলেন, সেটাই এখন স্থানীয়দের আলোচনার বিষয়। আধুনিক পদ্ধতিতে সাজানো ক্ষেতজুড়ে সারি সারি পেঁপে গাছ।মারুফ জানান, “বিদেশে থাকার সময় ইউটিউব আর ফেইসবুকে পেঁপে চাষের ভিডিও দেখে আগ্রহ জন্মায়। দেশে ফিরে এক একর জমিতে শুরু করি এই ক্ষেত। এখন প্রতিদিনই কেউ না কেউ দেখতে আসেন।”তাঁর এই উদ্যোগ স্থানীয় তরুণদের মধ্যেও উৎসাহ ছড়িয়ে দিচ্ছে।কৃষি কর্মকর্তারা বলছেন, পরিকল্পিতভাবে পেঁপে চাষ করলে অল্প খরচে ভালো লাভ করা সম্ভব, এবং মারুফ তার সফল উদাহরণ।সৌখিনতা থেকেও কৃষিতে সফলতা আসতে পারে। মারুফের ক্ষেত যেন অনুপ্রেরণা হয়ে থাকে সেইসব তরুণদের জন্য, যারা চাকরির আশায় বসে না থেকে মাটির সাথে বন্ধন তৈরি করতে চায়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।