ঢাকাসোমবার , ২৮ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

বানিয়াচংয়ে বজ্রঘাতে এক কৃষক নি’হত, ৩জন আ’হত!


এপ্রিল ২৮, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওরে বজ্রঘাতে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। আজ সোমবার(২৮এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আজাদুর রহমান বলেন, আজ সোমবার সকালে বজ্রসহ বৃষ্টিপাত হয়। বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুর গ্রামের পূবের হাওরে ধান কাটছিলেন কালাবাসী দাসের ছেলে দূর্বাসা দাস (৩৫) ও তাঁর ভাইবোন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে দূর্বাসা দাস মারা যান। আহত হন আরো তিন জন। তারা হলেন- ভূষণ দাস (৩৪) ও বোন সুধন্য দাস (২৮)।

এ ছাড়া বজ্রঘাতে বানিয়াচং উপজেলার বাগহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে বায়েজিদ মিয়া (১৩) নামের এক শিশু আহত হয়েছেন। আহত তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজাদুর রহমান জানান, নিহত কৃষকের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।