ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫

গাজার স্বাস্থ্যকর্মীকে মুক্তি দিয়েছে ইসরাইল


এপ্রিল ৩০, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি এক স্বাস্থ্যকর্মীকে মুক্তি দিয়েছে ইসরাইল। ২৩শে মার্চ গাজার দক্ষিণাঞ্চলে স্বাস্থ্যকর্মীদের গাড়িবহরে প্রাণঘাতি হামলা চালায় দখলদার ইসরাইল। এতে প্রাণ হারান ১৫ জন চিকিৎসক। এর মধ্যে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) আট জন সদস্য ছিলেন।  বেঁচে যান দু’জন। ওই দুজনের মধ্যে একজনকে মুক্তি দেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি। মুক্তিপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আসাদ আল-নাসারা (৪৭)। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। ইসরাইলি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর ৩৭ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। সম্প্রতি ১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। তারা কিসুফিম চেকপয়েন্ট দিয়ে গাজায় ফিরে যান। রেড ক্রিসেন্ট সোসাইটির শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আবেগপ্রবণ নাসারাকে তার সহকর্মীরা আলিঙ্গন করছেন। শারীরিক পরিস্থিতি মূল্যায়নের জন্য তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ্য, রাফার তেল আল-সুলতান এলাকায় মেডিকেল টিমের ওপর হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই সময় সেখান থেকে আল-নাসারাকে গ্রেপ্তার করে তারা। এর আগে তার সহকর্মী মুনথার আবেদ বলেন, আমি নাসারাকে ইসরাইলি বাহিনীর হাতে গ্রেপ্তার হতে দেখি। এরপর থেকে তার অবস্থান অজানা ছিলো। পিআরসিএস জানায়, আহত বেসামরিক নাগরিকদের উদ্ধারের চেষ্টা করছিলো একটি অ্যাম্বুলেন্স। ইসরাইলি বাহিনী অতর্কিতে ওই অ্যাম্বুলেন্সে হামলা চালায়। আরও বলা হয়, এরপর থেকে সংস্থাটির মেডিকেল টিমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।