স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ায় অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে থাকা গর্তে লেগুনা উল্টে দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় আরও অন্তত তিনজন আহত হয়।
বুধবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার হাবিবুর রহমান। আহতদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে রাত সাড়ে ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার কাসিয়ানী থানা সুরোকান্দি গ্রামের মো: বদরুল আলম গাজী । সে পলাশবাড়ী এলাকায় বসবাস করে এনভায় গার্মেন্টস লিমিটেড কারখানায় সুপারভাইজার হিসেবে কাজ করে। অপরজন ইউনিমাস ক্যাপ লিমিটেড কারখানার সিনিয়র অপারেটর মো: হৃদয় মিয়া। আহতরা হলেন – ব্যবসায়ী সুব্রত পাল ,মেডলার গার্মেন্টস লিমিটেডের পোশাক শ্রমিক বিলকিস, ইয়ারপুর এলাকার নুর ইসলাম। তবে প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, অতিরিক্ত বৃষ্টির কারণে সড়কটি প্লাবিত ছিল। লেগুনাটি সড়ক দিয়ে যাওয়ার সময় অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে সড়কের পাশের গর্তে পড়ে যায়। এতে লেগুনার কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের মধ্যে ৫জন উদ্ধার করে পার্শ্ববর্তী আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে পাঠিয়েছেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার বলেন, আশুলিয়ার জামগড়া এলাকায় সড়কের পাশের একটি গর্তে লেগুনা পড়ে দুই নিহতের ঘটনা ঘটেছে। লেগুনাটি ঘটনাস্থলে আছে। লেগুনার চালক ও চালকের সহকারী কেউ আটক নেই বলে তিনি জানান।