উপজেলা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলার পৌর এলাকার আফতাবনগর( ছেঁচানিয়া) গ্রামে হাইকোর্টের মামলার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিপক্ষ বাচ্চুর নেতৃত্বে একদল লোক বাদীর বাড়ীতে চড়াও হয়ে তার চাচার বসতঘর মালামালসহ টাক ও স্বার্ণ লঙ্কার লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রোববার (২০ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই লুটপাটের ঘটনা ঘটে। এ সময় সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সাঁথিয়া উপজেলার আফতাবনগর গ্রামের মৃত ঝোমর প্রাং মেয়ে নূরজাহান তার অংশের সাড় ১২ মতাংশ জমি গোপনে একই গ্রামের কালু গং এর কাছে বিক্রি করে। ঝোমর প্রাং এর নাতি বেড়া উপজেলার হাতিগাড়া গ্রামের বাসিন্দা এ কে এম রইজ উদ্দিন পাবনা সাব জজ আদালতে প্রিয়ামশন মামলা দায়ের করেন। তিনি অসুস্থ হলে মামলা পরিচালনার জন্য তার জ্যোষ্ঠ পুত্র মোঃ শফিউল আযম আলতুকে পাওয়ার অফ এটর্নি প্রাদান করেন।
মামলাটি বর্তমানে মাহামান্য হাইকোর্টে বিচারাধীন রয়েছে। গত ১৯ এপ্রিল শনিবার সকাল ১১ টায় সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমানের সঙ্গে সাক্ষাত করে তাকে হাইকোর্টের মামলার ইনপরমেশন স্লিপ দেয়া হয়। থানা থেকে বের হওয়ার সময় দেখা যায় বাচ্চু থানার গেগেট দাঁড়িয়ে আছে।এরপর দিন রোববার বাচ্চুর নেতৃত্বে সকাল ১০ থেকে দুপুর ১২টা পযর্ন্ত দুই ঘন্টা ব্যপী ব্যাপক ভাংচুর ও লুটপাট চলে। এসময় সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনেক বার ফোন দেয়া হয়। ফোনে রিং হলেও তিনি রিসিভ করেননি। এদিকে দুপুর পৌনে দুটার সময় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় নূর হোসেন সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭