ভোরের খবর ডেস্ক: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দেশটির পার্লামেন্টে বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় চূড়ান্ত জবাব দেওয়া হবে।কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র হামলার পর পাকিস্তানের ওপর দায় চাপানো নিয়ে ভারতের প্রচেষ্টার মধ্যে পার্লামেন্টের সিনেট অধিবেশন চলাকালীন ইসহাক দার এ কথা বললেন।
তিনি বলেন, ভারত সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করা এড়িয়ে গেছে, তবে কোনো প্রমাণ ছাড়াই ইঙ্গিত দিয়েছে। ভারতের ভিত্তিহীন বক্তব্য রাজনৈতিকভাবে প্রত্যাশিতই ছিল। ভারতের 'পানি বঞ্চনার হুমকিকে' যুদ্ধের সমতুল্য বলেও ঘোষণা করেন ইসহাক।এদিকে, পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করেছে পাকিস্তান, যেখানে পহেলগাম হামলার সঙ্গে ইসলামাবাদের জড়িত থাকার নয়াদিল্লির অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। একই সঙ্গে অভিযোগগুলোকে ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করা হয়েছে।
সিনেট অধিবেশন চলাকালীন উপস্থাপিত প্রস্তাবটিতে সকল ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং জোর দিয়ে বলা হয়েছে, নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা পাকিস্তানের মূল মূল্যবোধের পরিপন্থী।জাতীয় নিরাপত্তা কমিটির সভার সিদ্ধান্ত সম্পর্কে ইসহাক দার আরও ঘোষণা করেন, সার্ক ভিসায় পাকিস্তানে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগ করতে হবে।
তিনি পার্লামেন্টকে জানান, গতকাল ২৬টি দেশকে পাকিস্তানের অবস্থান সম্পর্কে ব্রিফ করা হয়েছে এবং আজ শুক্রবার অন্যদের ব্রিফ করা হবে। আজ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী সন্ধ্যা ৭টায় একটি আলোচনার জন্য অনুরোধ করেছেন।অপরদিকে, অধিবেশন চলাকালীন সিনেটের বিরোধীদলীয় নেতা শিবলি ফরাজ 'পাকিস্তানকে অসম্মান করার জন্য' ভারতের অব্যাহত প্রচেষ্টার সমালোচনা করেন এবং জোর দিয়ে বলেন, এই ধরনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি পাকিস্তানসহ অন্যান্য দেশে সন্ত্রাসবাদ প্রচারের জন্য আন্তর্জাতিকভাবে ভারতকে জবাবদিহি করার আহ্বান জানান।ফারাজ প্রশ্ন তোলেন, কাশ্মীরে ৭,৫০,০০০ এরও বেশি ভারতীয় সৈন্যের নজরদারিতে কীভাবে এত বড় ঘটনা ঘটতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭