রফিকুল ইসলাম (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ধর্ষকের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় উপজেলার মহানন্দপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাজার বণিক সমিতির সভাপতি ওসমান গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সখীপুর বাজার বনিক সমিতির সহ সভাপতি মো: জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য হাফিজ উদ্দিন, বাজার মসজিদের ইমাম ফজলুল হক ও খাইরুল হাসান প্রমুখ।
জানা যায়, গত ২৩ মার্চ সখীপুর উপজেলার মহানন্দপুর বাজারে মাহমুদা মডেল মেডিকেল হলের মালিক মনজুরুল বাড়ি মজনু এক গৃহবধূকে চেতনা নাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ২৪ মার্চ সখিপুর থানায় মামলা দায়ের করেন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ধর্ষককে গ্রেফতার না করায় মহানন্দপুর এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।