মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি: সাভার ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল মন্তব্য করে বলেছেন,আমরা প্রকৃত সংস্কার চাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার মত কোন ঠিকাদারি লাইসেন্স চাই না।শুক্রবার(২৫ এপ্রিল) বিকেলে সাভারের চাপাইন নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।এসময় সাভার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা দলীয় নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে যোগদান করেন।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন সিকদারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: মাহফুজ ইকবাল।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা, ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক সৌরভ।
এসময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইসমাইল হাবিব, মো:সানোয়ার হোসাইন, আলহাজ্ব মাদবর, সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সভাপতি ইমু ইমরান, সাধারণ সম্পাদক আহম্মেদ ফয়সাল,সাংগঠনিক সম্পাদক মো:রায়হান মাহাবুব,সাভার পৌর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান শুভন,ছাত্রদল নেতা রহমান হোসাইন রকি, মো: রাশেদুল ইসলাম ভুঁইয়া, মো: নাইম, তানজিল ও মো: শাকিল সহ আরও অনেকে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭