মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান সিনহার নির্দেশক্রমে লৌহজং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান অপু চাকলাদারের আয়োজনে তার নিজ বাড়িতে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ঈদ পুনর্মিলনী ও গণভোজ আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ৩ এপ্রিল দুপুরে উপজেলার কলমা ইউনিয়নের ডহরী চাকলাদার বাড়িতে উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এসময় লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান অপু চাকলাদারের সাথে উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করেন। পরে নেতাকর্মীরা গণভোজে অংশ গ্রহণ করেন।অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম রিয়াজুল ইসলাম তুহিন ও কলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাদল পাঠান এবং এইচ এম আক্তার ও বিএম পরশ, মোঃ সেলিম বেপারী প্রমুখ।
উল্লেখ্য লৌহজং উপজেলা চাকলাদার বাড়িতে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রায় ৫ থেকে ৬ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।