ঢাকাবৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

র‌্যাব সদস্য পরিচয়ে নারীদের সঙ্গে অ’বৈধ সম্পর্ক, ব্ল্যা’কমে’ইল ও পর্নোগ্রাফি মা’মলার প্রধান আ’সামী অ’স্ত্র সহ গ্রেফ’তার


এপ্রিল ১৭, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:   বগুড়া র‌্যাব-১২, সিপিএসসি এর অভিযানে বগুড়া জেলার সদর থানাধীন নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্য পরিচয়ে নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী শিহাব হোসেন সাগর (২১) বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে।
গতকাল শনিবার র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যে র‌্যাব সদস্য পরিচয়ে নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী শিহাব হোসেন সাগর (২১) দেশীয় অস্ত্রসহ বগুড়া জেলার সদর থানাধীন নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর আভিযানিক দল গতকাল শনিবার দুপুরে অভিযুক্ত শিহাব হোসেন সাগর(২১) পিতা-মোঃ আব্দুল হান্নান, মাতা-মোছাঃ আম্বিয়া বেগম, সাং-দারিয়াল হাজরাদিঘী, ইউপি- নুনগোলা, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া’কে (১) স্মার্ট ফোন-০ ২টি (২) বাটন ফোন-০২টি (৩) সিম-০৩টি (৪) মেমোরি কার্ড-০২ (৩২ ও ২ জিবি) (৫) বার্মিজ চাকু-০২ (৬) সিপিইউ- ০১টি (৭) হার্ড ডিক্স-০১ (৮) এসএসডি কার্ড-০১টি (৯) রাম দা-০১টি (১০) কাঠের ও ষ্টিলের হাতল যুক্ত চাকু-০৪টি (১১) চাপাতি-০১টি (১২) ছোড়া-০১টি সহ হাতে-নাতে গ্রেফতার করে।
লে: কমান্ডার আবু হাশেম সবুজ জানান…গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্থান্তর করা হয়েছে। আসামী সাগর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করতো এবং তাদেরকে বিভিন্ন র‍্যাব সদস্যদের ছবি প্রেরণ করত। সম্পর্কের এক পর্যায়ে আসামি মেয়েদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত। যার পরিপেক্ষিতে আসামি মেয়েদের নিকট হতে তাদের স্পর্শকাতর বিভিন্ন ছবি ও ভিডিও সংগ্রহ করত যার মাধ্যমে আসামি তাদের সাথে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতো এবং সেগুলোর ভিডিও ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেইল করত।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।