ফজলে হাসান (রাবি) প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ রবিবার (২০ এপ্রিল) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘কম্পিউটেশনাল ফিজিক্স এন্ড ম্যাটেরিয়ালস সায়েন্স (Computational Physics and Materials Science)’ শীর্ষক এক সম্মেলন অনুষ্ঠিত হয়। পদার্থবিজ্ঞান বিভাগের কনডেন্সড ম্যাটার ফিজিক্স ল্যাব অ্যালামনাই বিভাগের ইমেরিটাস প্রফেসর এ কে এম আজহারুল ইসলামের সম্মানে দিনব্যাপী এই সম্মেলন আয়োজন করে।সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও সম্মানিত অতিথি ছিলেন প্রফেসর ইমেরিটাস এ কে এম আজহারুল ইসলাম। সম্মেলনের সেক্রেটারি প্রফেসর মো. আশরাফ আলী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর এফ নজরুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে রাবি উপাচার্য বলেন, পদার্থবিজ্ঞান বিভাগের কনডেন্সড ম্যাটার ফিজিক্স ল্যাব রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশে সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণার এক অনন্য প্রতিষ্ঠান। প্রায় চল্লিশ বছর ধরে এই গবেষণাগার সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণায় এক বিশেষ ভূমিকা পালন করে এসেছে। এই ল্যাবের প্রাক্তন গবেষকগণ বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণা তথা দেশ-বিদেশে নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। ল্যাবের প্রতিষ্ঠাতা নিরলস গবেষক প্রফেসর ইমেরিটাস আজ বাংলাদেশের বিজ্ঞান গবেষণা ক্ষেত্রে বাতিঘর হয়ে উঠেছেন। তাঁর নেতৃত্বে ও কুশলী দিক-নির্দেশনায় কনডেন্সড ম্যাটার ফিজিক্সে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশ-বিদেশে বিশেষ সুনাম অর্জন করেছে। প্রফেসর এ কে এম আজহারুল ইসলামের মতো এক মহিরূহ গবেষককে সম্মান জানানোর মধ্যে দিয়ে সামগ্রিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্মানিত হলো।আগামী দিনগুলোতেও কনডেন্সড ম্যাটার ফিজিক্স ল্যাব গবেষণাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে প্রফেসর ইমেরিটাস এ কে এম আজহারুল ইসলামকে ল্যাব অ্যালামনাইয়ের পক্ষ থেকে স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয়। বিভাগের শিক্ষক রুমা পারভীন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানের পর ‘কিনোট পেপার’ ও ‘ইনভাইটেড টক’ সেশনে যথাক্রমে ১টি ও ২টি প্রবন্ধ উপস্থাপিত হয়। এছাড়া কারিগরী সেশনে ৬৯টি সংশ্লিষ্ট ক্ষেত্রের গবেষণা প্রবন্ধ এবং পৃথক সেশনে ৪৪টি স্মরণিক প্রবন্ধ উপস্থাপিত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭