ফজলে হাসান (রাবি) প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা হতে যাচ্ছে। আজ শনিবার ( ১২ এপ্রিল)বিকাল সাড়ে চার টা সময় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা হতে যাচ্ছে। ইতিমধ্যে সে লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এই বিষয়ে দুইবার চীন সফর করেন। এসব সফরকালে উপাচার্য চীনের সেন্টার অব চাইনিজ এডুকেশন ফাউন্ডেশন ও হংহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে রাবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য আলোচনা করেন। সংশ্লিষ্ট বিষয়ে চীনা প্রতিনিধিদলও রাবি সফর করে।
কনফুসিয়াস ইনস্টিটিউট বিশ্বব্যাপী চীনা ভাষা ও সংস্কৃতি প্রসারের পাশাপাশি শিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে কাজ করে থাকে। প্রসঙ্গত, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট আছে। রাবিতে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা হলে এই অঞ্চলের মানুষ মানসম্মতভাবে চীনা ভাষা শিক্ষার ও এর সংস্কৃতির সাথে পরিচিত হবার পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রেও সহায়তার সুযোগ পাবে।
এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা বিষয়ে উপাচার্য বলেন, রাবিসহ এই অঞ্চলের শত শত ছাত্রছাত্রী এই কনফুসিয়াস ইনস্টিটিউট থেকে লাভবান হবে। এর বাইরেও আশা করছি সমস্ত উত্তরবঙ্গের শিক্ষার্থী ও গবেষকরা এখানে সুযোগ পাবে। এটাই সবচেয়ে বড় পাওয়া।