স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় মদসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।শনিবার(১৯এপ্রিল) দুপুরে মাধবপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর-মনতলা সড়কের হালুয়াপাড়া এলাকার আওয়াইল্লা ব্রীজের উত্তর পাশে অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে।
আটককৃতরা হল উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আঃ খালেক এর ছেলে মোঃ তানভীর (২০) ও নরসিংদি জেলার রায়পুর থানার বীরগাওঁ গ্রামের আঃ কাদির এর ছেলে মোঃ জিহাদ (১৯), আটক করে।মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭