ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মোটরসাইকেল চাপায় মোফাজ্জল হোসেন খান (৭৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ভালুকার ভরাডোবা-ঘাটাইল সড়কে শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বান্দিয়া নামক স্থানে ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন বান্দিয়া গ্রামের মৃত নূর হোসেন খানের ছেলে মোফাজ্জল হোসেন খান। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে জরুরি ভিত্তিতে ভালুকা সরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর মোটরসাইকেল চালক যানবাহন ফেলে রেখে পালিয়ে যান।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং চালককে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়রা দ্রুতগতিতে মোটরসাইকেল চালনা ও বেপরোয়া যানচলাচলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭