ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্বিচারে হামলা ও গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও র্যালি করেছে দারুণনাজাত মডেল মাদরাসা ভালুকা শাখা।
বুধবার (১৬ এপ্রিল) সকালে মাদরাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মেজরভিটা মোড় ও গফরগাঁও সড়ক হয়ে ভালুকা বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মাদরাসা প্রাঙ্গণে ফিরে কর্মসূচির সমাপ্তি ঘটে। কর্মসূচিতে মাদরাসার শিক্ষক ও বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েল যে নির্মম দমন-পীড়ন চালাচ্ছে তা মানবতাবিরোধী অপরাধ। বক্তারা বিশ্ব মুসলিম সমাজসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সেই সঙ্গে ইসরায়েলি পণ্য বর্জন এবং মুসলিম ঐক্যের ডাক দেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭