ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের সংবাদ প্রকাশ করায় রহনপুরে সাংবাদিককে ছাত্রলীগ নেতার হু’মকি


এপ্রিল ৬, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

হামিদুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:   চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকাগামী বাসে ঈদের ফিরতি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি দিয়েছে কাউন্টার মাষ্টার এক ছাত্রলীগ নেতা।এ ঘটনায় শুক্রবার থানায় জিডি করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক। হুমকি পাওয়া সাংবাদিক দুলাল হোসেন জানান, রহনপুর থেকে ঢাকাগামী ঈদের ফিরতি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত একটি সংবাদ অনলাইন নিউজ পোর্টাল আলোকিত গৌড়ে বৃহস্পতিবার প্রকাশিত হয়।এতে ক্ষিপ্ত হয়ে চাঁপাই ট্রাভেলসের কাউন্টার মাষ্টার ছাত্রলীগ নেতা ইসতিয়াক মাহিম আশরিফ তাকে ম্যাসেন্জারে প্রাননাশের হুমকি দেয়। এ ঘটনায় সে গোমস্তাপুর থানায়  একটি জিডি করেছেন বলে জানান।এ বিষয়ে ওসি রইসউদ্দিন জানান, জিডিটি রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে তদন্তের জন্য দেয়া হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।