আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ভারতের মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের আগ্রাসনের প্রতিবাদে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ীর সর্বস্তরের মুসলিম উম্মাহর আয়োজনে শুক্রবার বাদ জুমআ বেশনাল চৌরাস্তায় এ বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বক্তারা। এছাড়াও যে সমস্থ দোকানে ইসরায়েলি পন্য বিক্রি হবে সেই দোকান থেকে কেনাকাটা বন্ধের জন্য এলাকাবাসী কে অনুরোধ করেন বক্তারা। সমাবেশ শেষে নিরিহ ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান নোমানী মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মিতারা কামারখাড়া, হযরত মাওলানা মুফতী ইসমাইল সাহেব শাইখুল হাদিস জামিয়া মাহমুদিয়া সেরাজাবাদ মাদরাসা, মুফতি ইমদাদুল হক আরেফী ইমাম ও খতিব দিঘীরপাড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা আমিনুল ইসলাম মুহতামিম বেশনাল মদিনাতুল উলুম মাদ্রাসা, হযরত মাওলানা আতিকুল্লাহ সাহেব ইমাম ও খতিব বাঘিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব ইমাম ও খতিব কামারখারা কেন্দ্রীয় জামে মসজিদ এছাড়াও টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ ও অত্র অঞ্চলের সামাজিক সংগঠন ও সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭