রফিকুল ইসলাম (টাঙ্গাইল) প্রতিনিধি: ফিলিস্তিনের গাঁজায় মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বুধবার বিকেলে উপজেলা গেট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সখিপুর উপজেলা শাখার বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালতলা চত্বরে পথ সভার মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার জয়েন সেক্রেটারি শফিকুল ইসলাম খান, জামায়াতে ইসলামী বাংলাদেশ সখিপুর শাখার আমির আলামিন সেক্রেটারি মনিরুজ্জামান প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭