ঢাকাশনিবার , ২৬ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

পারভেজ হত্যার বিচার চেয়ে রাজপথ দখলে নেয়ার হুশিয়ারি দিল ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ


এপ্রিল ২৬, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি:   প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর হুশিয়ারি দিয়ে রাজপথ দখলে নেয়ার হুশিয়ারি দিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।শুক্রবার(২৫ এপ্রিল) বিকালে সাভারের চাপাইন নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন।এসময় সাভার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা দলীয় নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে যোগদান করেন।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন সিকদারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: মাহফুজ ইকবাল।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা, ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল হক সৌরভ।

এসময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইসমাইল হাবিব, মো:সানোয়ার হোসাইন, আলহাজ্ব মাদবর, সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সভাপতি ইমু ইমরান, সাধারণ সম্পাদক আহম্মেদ ফয়সাল,সাংগঠনিক সম্পাদক মো:রায়হান মাহাবুব,সাভার পৌর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান শুভন,ছাত্রদল নেতা রহমান হোসাইন রকি, মো: রাশেদুল ইসলাম ভুঁইয়া, মো: নাইম, তানজিল ও মো: শাকিল সহ আরও অনেকে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।