ঢাকাশুক্রবার , ৪ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে নিজস্ব বাসভবনে ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে মাদকাসক্ত ছেলে


এপ্রিল ৪, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার হাসপাতাল রোড শান্তিপাড়ায় নিজস্ব বাসভবনে ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে মাদকাসক্ত ছেলে।শুক্রবার(০৪এপ্রিল)আনুমানিক রাত ৯টার দিকে নবীগঞ্জ পৌরসভার
শান্তিপাড়া হাসপাতাল রোডে নিজস্ব বাসভবনে এই ঘটনা ঘটেছে। আহত মা রাহেলা বেগম(৬০) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক দেখে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ছেলে
তানভীর আহমেদ চৌধুরী (৩৩) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পরিবারে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঘটনার দিন সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে রান্নাঘর থেকে ধারালো দা এনে মায়ের উপর হামলা চালায়। তারপর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করে এবং গুরুতর অবস্থা দেখে আহত মাকে হাসপাতালে নিয়ে যান। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন পিপিএম বলেন, অভিযুক্ত ছেলেকে ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র সহ ছেলেকে আটক করা হয়েছে।তারপর তাকে থানায় নিয়ে আসা হয়।এবং ঘটনা তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এই নৃশংস ঘটনায় স্থানীয় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।