মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে রাতের আঁধারে ভুট্টা গাছ কর্তন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। যাহার ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা । এ ঘটনায় জমির মালিক মোসাম্মত হালিমা বেগম বাদী হয়ে সুলতান আহমেদ (৪৫)ও তার স্ত্রী তাহমিনা বেগম (৪০) এর বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় একটি সাধারন ডায়েরী করেন। জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের নয়না গ্রামের মৃত খোরশেদ মাতবরের স্ত্রী মোসাম্মত হালিমা বেগমের সাথে ওই এলাকার মৃত মান্নান মাতবর এর ছেলে সুলতান আহমেদ এর জমি নিয়ে বিরোধ চলছিলো । এরই জেরে গত শনিবার (৫এপ্রিল) সুলতান গংরা হালিমা বেগম এর রোপনকৃত ভুট্টা গাছ কর্তন করে চলে যায়।
হালিমা বেগম জানান, আমার স্বামী নেই আমার নামে ৪১শতাংশ জমি সরকারের নিকট থেকে লিজ নেওয়া । এই জমিটি আমার দেবর সুলতান আহমেদ জোর করে দখল করার চেষ্টা চালাচ্ছে । এর পূর্বে আমার রোপনকৃত সরিষা ও গম গাছ গুলো বিষ দিয়ে জ্বলিয়ে দিয়েছে । এছাড়াও সুলতান আহমেদ গংরা আমাকে প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি দিচ্ছে । টঙ্গিবাড়ী থানার ওসি মো: মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।