ঢাকামঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে যানজট নিরসনে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী


এপ্রিল ৮, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি:   পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মজীবি মানুষের ভোগান্তি লাঘব ও কর্মক্ষেত্রে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সারাদেশের প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক ও ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সেনাক্যাম্পের সদস্যরা দায়িত্ব পালন করছে।

সোমবার (৭এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬৬ পদাতিক ডিভিশন ও ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন রংপুর অঞ্চলের অধীনস্থ গাইবান্ধা সেনাক্যাম্পের দ্বায়িত্বরত ওয়ারেন্ট অফিসার (ডব্লিউও) রাকিবুল আলমের নেতৃত্বে সেনা সদস্যরা যানজট নিরসনে কাজ করছে। এছাড়াও সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরা মহাসড়কে কাজ করছে।

ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলম জানান, গোবিন্দগঞ্জ পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কটি গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়কে শহরের ভিতরে বিভিন্ন জায়গায় অবৈধভাবে যাত্রী ওঠা নামা, উল্টো পথে গাড়ি চলাচল, সড়কের উপর অবৈধ স্থাপনা, নিষিদ্ধ থ্রি হুইলার চলাচলের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া অতিরিক্ত গতিতে গাড়ি চলাচলের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। এ সকল বিষয় মাথায় নিয়ে ঈদ পরবর্তী কর্মজীবী মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত যানজট নিরসনের কার্যক্রম অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।