রফিকুল ইসলাম (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সখীপুরের প্রাইভেটকার চালক রুবেল আহমেদ (২৮) নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সিলেট লোক নামিয়ে ফেরার পথে ময়মনসিংহের গফরগাঁও পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ছিটকে পড়ে। এ সময় তার সাথে তার সহযোগীও ছিল। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। রুবেল সখীপুর উপজেলার নলুয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।
ময়নাতদন্ত শেষে শনিবার রুবেলের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।নলুয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মোল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।