ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি: হোমিওপ্যাথিকের জনক মহাত্মা সেমুয়েল হ্যানিম্যানের ২৭০ তম জন্মবার্ষিকী এবং হোমিওপ্যাথি দিবস উপলক্ষে লক্ষ্মীপুর রোকেয়া এন, ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি লক্ষ্মীপুর জেলা শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভা ও বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় লক্ষ্মীপুর রোকেয়া এন, ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. মোঃ আতাহার আলী, অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত), চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ আক্তার হোসেন ফারুক, মেডিকেল অফিসার (হোমিও), লক্ষ্মীপুর সদর হাসপাতাল, ডালিম চন্দ্র দাস-ঔষধ তত্ত্বাবধায়ক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, লক্ষ্মীপুর জেলা। এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর রোকেয়া এন.ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ ডাঃ ফখরুল ইসলাম সহ অত্র কলেজের বিভিন্ন প্রভাষকবৃন্দ, ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি ডাক্তার ডাঃ বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সুজনসহ বিভিন্ন উপজেলা ও থানার নেতৃবৃন্দ,
অনুষ্ঠানটি আয়োজনে ভূমিকা রাখেন লক্ষ্মীপুর আর,এন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক ডাঃ বেলাল হোসাইন,যুগ্ম-আবায়ক, ডাঃ ইকবাল হোসেন, ডাঃ দিদার হোসেন, ডাঃ রায়হানুল ইসলাম, ডাঃ সজীব আহমেদ, ডাঃ হাসান হাওলাদার, ডাঃ নজরুল ইসলাম ডাঃ মোখলেছুর রহমান প্রমুখ।
অতিথিবৃন্দ বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা সবার মাঝে ছড়িতে দিতে হবে। তার জন্য আমরা বেশি বেশি করে প্রচার করে অসহায়,দারিদ্র্য মানুষের মাঝে হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়ন করতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭