ভোরের খবর ডেস্ক: পাকিস্তানিদের বিরুদ্ধের একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত। গতকাল বুধবার (২৩ এপ্রিল) দেশটির বিরুদ্ধে ৫টি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরপর আজ আবার আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, ভারত পাকিস্তানিদের বিরুদ্ধে পদক্ষেপ আরও জোরদার করেছে। বুধবার ঘোষণা করা ৫টি পদক্ষেপের পর, বৃহস্পতিবার ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের সমস্ত ভিসা বাতিল এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, রোববার (২৭ এপ্রিল) থেকে পাকিস্তানি নাগরিকদের যে কোনো বৈধ ভিসা বাতিল বলে গণ্য হবে। এর মধ্যে চিকিৎসা ভিসাও অন্তর্ভুক্ত, যা শুধু ২৯ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে। পরবর্তী সময়ে, পাকিস্তানের যেসব নাগরিক বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদেরকে তাদের ভিসা মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত ত্যাগ করতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭