ভোরের খবর ডেস্ক: আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘গড়বো মোরা ইনসাফের দেশ’ স্লোগানে দলটির আত্মপ্রকাশ হয়।
দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন। আর মহাসচিব জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।ইলিয়াস কাঞ্চন বলেন, ‘৩২ বছরে নিরাপদ সড়ককে আমি বাস্তবায়ন করতে পারিনি। সরকারের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয়। রাজনৈতিক সহযোগিতা পাইনি। সততার সঙ্গে আমি এই দলে কাজ করে যাব।’
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭