ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় বিদেশী পিস্তল-৩ রাউন্ড বুলেটসহ মাসুদ আটক


এপ্রিল ২৯, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি:   শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বাসাবাড়িতে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল সহ মাসুদ নামের এক যুবক কে আটক করেছে র‍্যাব-৪।মঙ্গলবার(২৯ এপ্রিল) দুপুরে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব -৪ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় র‍্যাব -৪ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, আজ আশুলিয়ার জামগড়া এলাকায় বেশ কিছু সন্ত্রাসী একটি বাসায় আশ্রয় নেয়। পরে র‍্যাব অভিযান পরিচালনা করে পরে ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড বুলেট, কয়েকটি বিদেশী খালী মদের বোতল, ও চাপাতি সহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার সহ মাসুদ নামে একজনকে আটক করা হয়। এ চক্রের বাকী সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকায় মাদক ব্যাবসা, চুরি, ছিনতাই, ডাকাতি সহ সকল ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত বলে জানায় র‍্যাব।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।