ঢাকামঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় বিএনপি নেতা ইয়াকুব আলী মন্ডল পরিবারের পহেলা বৈশাখ উদযাপন


এপ্রিল ১৫, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি:   বাংলা নববর্ষ ১৪৩২-কে স্বাগত জানিয়ে সাভারে আশুলিয়ায় নিজ এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি নেতার সহধর্মিণী ও তার পরিবার।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে আশুলিয়ার নরসিংহপুর ইটখোলা এলাকার বিএনপি নেতা ইয়াকুব আলী মন্ডলের বাড়ি থেকে শুরু হওয়া এ আনন্দ শোভাযাত্রা তাদের এলাকার পাড়া-মহল্লার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে তার নিজ-বাড়ি প্রাঙ্গণে এসে শেষ হয়।

বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ। বাঙালি জীবনের অসাম্প্রদায়িক, সার্বজনীন একটি উৎসব হলো পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের বাঙালিদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব।

তারা জানান, আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই বিশেষ একটি পরিস্থিতির মধ্য দিয়ে। নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে ফ্যাসিস্ট মুক্ত পয়লা বৈশাখ উদযাপন করতে পেরে খুবই আনন্দিত।

পহেলা বৈশাখের ইতিহাস ষোড়শ শতাব্দীতে মুঘল যুগ থেকে শুরু হয় বলে মনে করা হয়, যখন সম্রাট আকবর ফসল কাটার মরশুমের উপর ভিত্তি করে একটি নতুন কর ব্যবস্থা চালু করেন। এটি বাংলা নববর্ষের সঙ্গে মিলে যায়, যা ঐতিহ্যগতভাবে স্থানীয় জনগণের দ্বারা উদযাপন করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।