ঢাকামঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় খালেদা জিয়াকে নিয়ে কু’রু’চিপূর্ণ মন্তব্য করায় সাইবার নিরাপত্তা আইনের মা’মলায় মসজিদের ইমাম গ্রে’প্তার


এপ্রিল ৮, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি:   সাভারের আশুলিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের কমেন্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে সোমবার রাতে মুফতি এবাদুল ইসলাম ফরিদী নামের ওই ব্যক্তিকে বরিশাল থেকে গ্রেপ্তারের পর আজ সকালে আশুলিয়া থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার মুফতি এবাদুল ইসলাম ফরিদী (৩৮) আশুলিয়ার শ্রী খন্ডিয়া নুর জামে মসজিদের ইমাম।

মামলার বাদী আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ–সভাপতি আতাউর রাহিম এজাহারে উল্লেখ করেন, গত ৫ এপ্রিল ওই ইমাম তার ফেসবুক আইডি থেকে একটি পোস্টের কমেন্ট বক্সে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

তিনি জানান, ওই কমেন্ট নিয়ে দলের নেতা–কর্মীদের মাঝে ক্ষোভ ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এ কারণে তিনি এই ঘটনায় আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বরিশাল থেকে অভিযুক্ত ওই ইমামকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারকৃতকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।