রফিকুল ইসলাম (টাঙ্গাইল) প্রতিনিধি: আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলের সখীপুরে মানববন্ধন করা হয়েছে।শনিবার সকাল সাড়ে ১১টায় সখীপুর প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমার দেশ পত্রিকার প্রতিনিধি আনোয়ার কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু, ডিঅমস এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম শিহাবসহ সখীপুরে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা, ফ্যাসিবাদের দোসর ও দেশের সম্পদ লুণ্ঠনকারী মোস্তফা কামালকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি প্রদান এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। সকলকে মেঘনা গ্রুপের পণ্য বয়কট করার অনুরোধ জানান।