স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মান শ্রমিক মারা গেছে। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৭ ঘটিকায় জলসুখা ইছবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জলসুখা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চৌধুরীহাটি গ্রামের শ্যামাপদ গোপের পুত্র উদয় গোপ (১৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
স্থানীয়রা জানান, জলসূখা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবদুল হান্নান এর বাড়িতে উদয় রাজ মিস্ত্রীর হেলপার(জুগালোর) কাজ করতেন। প্রতিদিনের ন্যায় গতকালেও উদয় কাজ শেষ করে জিনিস পত্র গোছানোর সময় বিদ্যুতের লাইন খোলার জন্য এক হাতে হোল্ডার ছিল অন্য হাত দিয়ে সংযোগ বন্ধ করার চেষ্টা করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে গুরুত্তর আহত হয়ে যায় কাছের লোকজন ও কর্মরত বাড়ির মালিক আব্দুল হান্নান মিয়ার লোকজনসহ তাড়াতাড়ি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) এবি এম মাইদুল হাসান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭