স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে ২ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রির) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।বজ্রপাতে নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার মনিরুল ইসলাম ও একই এলাকার কপিল উদ্দিন।
আজমিরীগঞ্জ থানার ওসি মাইদুল হাছান জানান, সকালে উপজেলার আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের পার্শ্ববর্তী হাওরে ধান কাটতে যায় একদল শ্রমিক। বিকেলে হঠাৎ করে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় মনিরুল ও কপিল উদ্দিন বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায়।এর আগে, গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে পৃথক তিনস্থানে বজ্রাঘাতে তিনজন কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একজন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।