ঢাকাবুধবার , ৯ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এপ্রিল ৯, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রফিকুল ইসলাম (টাঙ্গাইল) জেলা প্রতিনিধিঃ  টাঙ্গাইলের সখীপুরে পুকুরে পানিতে ডুবে আব্দুল্লাহ নামের চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নলুয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই মাদরাসার সহকারী শিক্ষক আছিয়া বেগম এবং দেলোয়ার হোসেন দম্পত্তির সন্তান।

জানা যায়, প্রতিদিনের ন্যায় মায়ের সাথে মাদরাসায় আসে আব্দুল্লাহ। মা আছিয়া ক্লাস নিয়ে ব্যস্ত এর ফাঁকে শিশু আব্দুল্লাহ মাদরাসার পেছনে খেলতে গিয়ে পড়ে যায়। ক্লাস শেষ করে সন্তানকে খোঁজে না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।লাশ আব্দুল্লাহর গ্রামের বাড়ি উপজেলার কালমেঘা নিয়ে যাওয়া হয়েছে। মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।