ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

ভালুকায় নারী ও শিশু ধ’র্ষণ প্রতিরোধ ও মা’দকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত


এপ্রিল ৬, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

সাজ্জাদুল আলম খান (ময়মনসিংহ) প্রতিনিধি:   নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে ভালুকা উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সোসাইটি ভালুকা শাখা এবং বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ ভালুকা শাখা-এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে আলোচনা সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতন বন্ধে কঠোর আইন প্রয়োগ, মাদক কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন। এ সময় বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি কে.এম. জসিম উদ্দিন বলেন, “নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সকল স্তরে সমন্বিত উদ্যোগ জরুরি। মাদকের বিস্তার রোধেও স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রচার সম্পাদক পারভেজ সাজ্জাত আহমেদ, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল, ভালুকা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সহ-সভাপতি বাচ্চু মিয়া, নারী বিষয়ক সম্পাদক আমিনা আক্তারসহ স্থানীয় সদস্যবৃন্দ।

বক্তারা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষায় সামাজিক আন্দোলন তীব্র করার আহ্বান জানান। এছাড়া মাদক ও যৌন সহিংসতার বিরুদ্ধে গণসচেতনতা তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত অপরাধীদের বিচার নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ এবং নারী-শিশু সুরক্ষায় জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।