ঢাকাবৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে আ’গুন,চেয়ারম্যান কে গু’লি করে মা’রার হু’মকি


এপ্রিল ১৭, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও ইউপি চেয়ারম্যান কে গুলি করে হত্যার হুমকি দিয়ে দেওয়ালে পোস্টার টানানোর ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এধরনের ঘটনা ঘটিয়েছে তা কেউ বলতে পারছেন না। এ ঘটনার পর থেকেই পুরো ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সরজমিনে গিয়ে জানাগেছে, গত বুধবার রাতে (১৬ এপ্রিল) পাচগাও ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে কাপর পেচিয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। পরে মিটার থেকে কাপর নিচে পরে যাওয়ায় বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি। এর আগেও এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারি কে গুলি করে হত্যার হুমকি দিয়ে দেওয়ালে দেওয়ালে পোস্টার টানিয়ে দেয় দুর্বৃত্তরা। এ বিষয়ে পাচগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারি বলেন, গত বুধবার (১৬ এপ্রিল) সকালে ইউপি সচিব ফোন দিয়ে বলেন পরিষদের মিটারে কে বা কারা জানি আগুন লাগিয়েছে। পরে তাৎক্ষনিক পরিষদে এসে মিটারের চারপাশ পুড়ে যাওয়ার আলামত পাই। পরে বিষয়টি ইউএনও স্যার কে জানাই। পরে স্যার নিজে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তিনি আরো বলেন, এর আগেও আমাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে দেওয়ালে দেওয়ালে পোষ্টার টানিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে বিষয়টি ইউএনও স্যার কে জানিয়েছি এবং থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। কে বা কারা এই কাজ গুলো করতেছে সে সম্পর্কে আমরা এখনো কিছুই বলতে পারছিনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোস্তাফিজুর রহমান জানান, ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে আগুন ও চেয়ারম্যান কে হত্যার হুমকির বিষয়টি আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানালে আমি চেয়ারম্যান কে থানায় একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দেই। আর নিরাপত্তার কথা চিন্তা করে ইউনিয়ন পরিষদে সিসি ক্যামেরা স্থাপন করার নির্দেশ দেই।এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।