ঢাকাবৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ খবর

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল


এপ্রিল ২৪, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবার সরাসরি রাজনীতিতে নামছেন। দীর্ঘদিন থেকে নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছিলেন জনপ্রিয় এই ফিল্ম ব্যক্তিত্ব। আগামীকাল সকালে স্থানীয় একটি হোটেলে তার নেতৃত্বে একটি নতুন পার্টির আত্মপ্রকাশ ঘটতে চলেছে। ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে এই পার্টির নেতৃত্বে আপাতত তিনজন থাকছেন। ইলিয়াস কাঞ্চন ছাড়া বাকি দু’জন হচ্ছেন-জাতীয় পার্টির নেতা ও সাবেক উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। বিএনপির রাজনীতির সঙ্গে শওকত মাহমুদ একসময় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে রাজনীতিক, সাবেক সেনা কর্মকর্তাদের উপস্থিতি বেশি থাকবে বলে সংশ্লিষ্ট একজন নেতা জানিয়েছেন। সমাজের বিভিন্ন স্তরের শতাধিক মানুষকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।