মো: শাকিল শেখ (সাভার ও ধামরা) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় এস এস সি ও সমমানের পরীক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ, প্রাথমিক ওসুধ সরবরাহ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।বৃহস্পতিবার ১৭ এপ্রিল) সকালে আশুলিয়ার ঘোড়াপীর মাজার আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয়ের সামনে সেবা কেন্দ্র বসিয়ে বিনামূল্যে শিক্ষা উপকরণ, প্রাথমিক ওসুধ সরবরাহ, পানি ও স্যালাইন বিতরণের আয়োজন করেন ঢাকা জেলা উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক ও আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইসমাইল হাবিব।এসময় পরীক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।
তিনি শিক্ষা ও তরুণ প্রজন্মের উন্নয়নে বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরেন। এসএসসি পরীক্ষার সময় প্রচণ্ড গরমে অনেক অভিভাবক অসুস্থ হয়ে পড়ছেন। আমরা চেষ্টা করছি পরীক্ষার পুরো সময়জুড়ে তাদের পাশে থাকতে। আজ থেকে পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।ছাত্রদলের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক অভিভাবক ও স্থানীয়রা। তাদের এ ধরনের সহমর্মিতামূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখে বলে জানান তারা।