ফজলে হাসান (রাবি) প্রতিনিধি: দেশব্যাপী চলমান ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশন করা রাবির দুই শিক্ষার্থীকে শাহবাগ থানায় তুলে নিয়ে গেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১মার্চ) মধ্যরাত ১ টার সময় বাংলাদেশ সচিবালয়ের মেইনগেট থেকে রাবির ঐ দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ।এ সম্পর্কে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রোক্টর প্রোফেসর ড.মো. মাহবুবুর রহমান দৈনিক ভোরের খরবকে বলেন,শাহবাগ থানার ওসির সাথে আমার কথা হয়েছে নিরাপত্তা জনিত কারণে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আশা করছি তাদের সকালে ছেড়ে দিবে। তারা যে জায়গায় বসেছিল সেটা ১৪৪ ধারার মধ্যে।শাহবাগ থানার যাওয়া পর অনশনরত রাবির দুই শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে লিখেন, আমাদের সাহায্যের প্রয়োজন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।