ঢাকামঙ্গলবার , ৪ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত


মার্চ ৪, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া শহরের মালতিনগর খন্দকার পাড়ায় পারভেজ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে নিহত ও একই ঘটনায় সাথে থাকা আতিকুর (২৪) নামে এক যুবক আহত হয়েছে। সোমবার ( ৩মার্চ) ইফতারের পর মালতীনগর বগুড়া আর্ট কলেজের সামনে এ ঘটনা ঘটে। বনানী পুলিশ ফাঁড়ির এসআই ফজলে ইলাহি জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মালতিনগর খন্দকারপাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনের গলিতে একদল দুর্বৃত্ত পারভেজ ও আতিকুরের ওপর হামলা করে। দুইজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভেজ মারা যান। এছাড়া আতিকুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিহত পারভেজ শহরের মালতিনগর নতুনপাড়ার রিয়াজুলের ছেলে,আহত আতিকুর একই এলাকার আব্দুল হকের ছেলে।নিহত পারভেজের খালাতো ভাই মাসুদ রানা জানান, কিছু যুবকের সাথে এলাকায় পারভেজের ঝামেলা চলছিল। এর জের ধরে হয়তো তারা পারভেজকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। এসময় আতিকুরও পারভেজের সাথে ছিল। তারা দু’জনই ছুরিকাহত অবস্থায় গলির মধ্যে পড়ে থাকে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন জানান , ঘটনাস্থলে থানা পুলিশ কাজ করছে। কী কারণে এ হত্যাকাণ্ড, সে সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।