ঢাকাবুধবার , ২৬ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

জয় বাংলা স্লোগান দেওয়ায় জাতীয় স্মৃতিশৌধ থেকে ৩ জন গ্রেফতার


মার্চ ২৬, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কেএম সবুজ:   ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে জয় বাংলা স্লোগান দেওয়ায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, বুধবার বেলা ১১ টার সময় জাতীয় স্মৃতিশৌধের ভেতরে ৫ থেকে ৬ জনের একটা দল জয় বাংলা স্লোগান দিতে থাকে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জের কাজীপুর এলাকার মৃত গাজী আহম্মদ হোসেন চকলাদারের ছেলে সেলিম রেজা(৪৭) ,ভোলার সদর উপজেলার মৌটুপী গ্রামের মৃত ইছহাক সমাদ্দারের ছেলে শহিদুল ইসলাম (৫০) ও আশুলিয়ার গাজিরচট এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে সোহেল পারভেজ (৪১)। তারা উভয়ই মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে আছে। উল্লেখ্য , তাদের বিরুদ্ধে স্বাধীনতা দিবস অস্থিতিশীল পরিস্থিতি তৈরী চেষ্টার অভিযোগ তুলে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।