ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ৩


মার্চ ১৫, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার ফুলবাড়ীয়ার নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন অটোরিকশা চালক ওবায়দুল। তাৎক্ষণিকভাবে বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা ওই অটোরিকশার যাত্রী ছিলেন।

স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে নামাশুলাই এলাকায় একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও একজন।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ ৩ জন নিহত হয়েছেন।’

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।