মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় দি গ্রীণ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া চৌরাস্তার জালাল প্লাজার (২য় তলায়) ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি গ্রীণ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম খান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দি গ্রীণ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের নিয়মিত ডা.নিহারিকা হাসনাইন,ডা.মারজানা আক্তার শুভ্রা,ডা.সানোয়ারা খানম বন্যা।
দি গ্রীণ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো.গোলাম কামরুজ্জামান রাব্বুলের সভাপতিত্বে এই ইফতার ও দোয়া মাহফিলের সঞ্চালনা করেন মার্কেটিং ম্যানেজার মো.সায়েম আশরাফ।
এসময় আর-ও উপস্থিত ছিলেন,দি গ্রীণ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং মো.মেহেদী হাসান,মো.মুন্না খান,মো.মাশরেকুল ইসলাম,মো.মোরসালিন,হোসাইন মোহাম্মদ ইরশাদ,অডিট অফিসার মো.আব্দুল ওয়াদুদ সহ অন্যান্য স্টাফবৃন্দ।