স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ গোল চত্তরে যানবাহন এক ঘন্টা অবরোধ করা হয়েছে। এসময় অবরোধকারীরা স্বাস্থ্য উপদেষ্টার হটকারি সিন্ধান্তের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি করেন।
রোববার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত অবরোধ কর্মসুচি পালন করে হবিগঞ্জ সম্মিলিত নাগরিক সমাজ।
অবরোধ কর্মসূচিতে বিভিন্ন জেলা, উপজেলার নাগরিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কুতিক সংগঠনের লোকজন, শিক্ষক, সাংবাদিক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত অংশগ্রহণ করেন। ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও শামছুল হুদার পরিচালনায় বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমান, সাবেক উপজেলায় চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, প্রভাষক আব্দুল করিম, সিনিয়র সাংবাদিক শোয়েব চৌধুরী, সৈয়দ মুশফিক হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন,হবিগঞ্জের মেডিকেল কলেজ হবিগঞ্জেই থাকবে, বন্ধের চক্রান্ত করা হলে পরবর্তীতে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। এমনকি সিলেট বিভাগকে দেশ থেকে বিচ্ছিন্ন করার আন্দোলনের ডাক দেওয়া হবে। এছাড়াও অন্তবর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে ফ্যাসিস্ট হাসিনার দোসর বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা। তাকে উপদেষ্টার পদ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭